শাহরিয়ার কবির,নিজস্ব প্রতিবেদক||পাইকগাছার দেলুটীতে চলতি রবি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে কৃষকরা তাদের উৎপাদিত তরমুজ বাজার জাত করা শুরু করেছেন। এদিকে সিন্ডিকেটের দ্বারা কৃষকরা যাতে ক্ষতিগ্র¯’ না হয় ও ন্যায্য মূল্য পায় এবং ক্রয়-বিক্রয় ও পরিবহনে কোন ধরণের বাঁধা সৃষ্টি এবং অনিয়ম না হয় সেটা নিশ্চিত করতে কঠোর অব¯’ান ও পদক্ষেপ নিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন থানা পুলিশ ও ইউনিয়ন পরিষদ। এ লক্ষে বৃহস্পতিবার বিকালে দেলুটী ইউনিয়নের ফুলবাড়ী বাজারে এক জনসচেতনতামূলক সভার আয়োজন করে পাইকগাছা থানা পুলিশ ও দেলুটী ইউনিয়ন পরিষদ। দেলুটী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিপন কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, থানার ওসি ওবাইদুর রহমান, ওসি (তদন্ত) তুষার কান্তি দাশ, ওসি (অ।।।পারেশন) রঞ্জন গাইন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল কান্তি মন্ডল ও মুক্তিযোদ্ধা মিনা আলাউদ্দীন। বক্তব্য রাখেন, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, কিংশুক রায়, পলাশ কান্তি রায়, বদিয়ার হোসেন, পবিত্র সরদার, রিংকু রায়, মেরী রানী সরদার, বিনতা সরদার ও অজেদ আলী। উল্লেখ্য, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাসের তথ্য অনুযায়ী এ বছর উপজেলার দেলুটী ইউনিয়নের ২২ নং পোল্ডারে ১২শ হেক্টর জমিতে তরমুজের বাম্পার ফলন হয়েছে। বাজার জাত সম্পন্ন হলে শুধুমাত্র দেলুটী ইউনিয়ন থেকে এ বছর ৮০ থেকে ১শ কোটি টাকার তরমুজ বিক্রয় হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।