চিতলমারীতে সমাজ সেবক আনন্দ মোহন ব্রহ্মের স্মরণ সভা ও অন্নদান অনুষ্ঠান

416188726_1194296041738222_7112895501417463043_n.jpg

দেশের তথ্য ডেস্ক।। (বাগেরহাট প্রতিনিধি):- বাগেরহাটের চিতলমারীতে বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত আনন্দ মোহন ব্রহ্মের শ্রাদ্ধত্তোর স্মৃতিচারণ সভা ও অন্নদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার পুরাতন কালশিরা গ্রামের ব্রহ্মবাড়িতে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অন্নদান ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

স্মৃতিচারণ সভায় ১ খান ভিত্তিক পুরানতন কালশিরা খান প্রধান রসময় রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক দেবেন্দ্রনাথ শিকদার । স্মৃতিচারণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সহ-সভাপতি শহিদুল হক মুন্সী।

এ সময় সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার ও সহকারী প্রধান শিক্ষক হরিদাশ ঘরামী যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক বিভাষ চন্দ্র বালা, অবনী মোহন বসু, অধ্যাপক অজিত মন্ডল, ভীষ্মদেব বাইন, তুষার কান্তি বৈদ্যসহ বিভিন্ন এলাকার খান প্রদান ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। স্মরণ সভা শেষে অতিথিদের উত্তরীয় প্রদান করেণ প্রয়াত আনন্দ মোহন ব্রহ্মের পুত্র অসীম কুমার বহ্মসহ পরিবারে সদস্যরা।

 

 

Share this post

PinIt
scroll to top