বাস চাপায় এবার সংগীতশিল্পীসহ ২জন নিহত, আহত ৩

pagol-hasan.jpg

দেশের তথ্য ডেস্ক।। সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে জনপ্রিয় সংগীতশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জের ছাতকের সুরমা ব্রিজ এলাকায় একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান পাগল হাসান।

দুর্ঘটনায় নিহত অপরজনের নাম আব্দুছ ছাত্তার। পাগল হাসানের বাড়ি সুনামগঞ্জের ছাতকের শিমুলতলা গ্রামে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অটোরিকশাটি যাত্রী নিয়ে দোয়ারাবাজার থেকে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ছাতক সেতু এলাকার পৌঁছালে একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে দুজন মারা যান।

সঙ্গীত শিল্পী পাগল হাসান মরমি সাধক হাছন রাজা, রাধারমন দত্ত, শাহ আব্দুল করিম, দুর্বিন শাহের অসংখ্য কালজয়ী গান গেয়েছেন। পাগল হাসান গীতিকার, সুরকার ও শিল্পী। পাগল হাসানের ‘জীবন খাতায়’ গানটি সারা দেশে সবচেয়ে জনপ্রিয় একটি গান। মাটির বালা খানা, কলঙ্কী, গ্রামেগঞ্জে, মন আমার মরা নদীসহ অসংখ্য গান করেছেন তিনি।

Share this post

PinIt
scroll to top