ফকিরহাটে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত।

FAKIRHAT-PICTURE-17-1-1.jpg
দেশের তথ্য ডেস্ক।। বাগেরহাটের ফকিরহাটে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২৪ পালন উপলে বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু’র সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মো. মফিদুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন, পুলিশ পরিদর্শক (ওসি) মো. আশরাফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হিটলার গোলদার, প্রভাষক মনোতোষ রায় কেষ্ট ও প্রভাষক আহসান টিটু প্রমূখ।
বাগেরহাটের ফকিরহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ (৮০) কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুর ১টায় মূলঘর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ, খিষ্ট্রান ঐক্য পরিষদ, ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির কমিটি এবং মানসা কালি মন্দির কমিটির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় বিউগলে করুন সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে মুলঘর মহাশশ্বান ঘাটে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হয়। গার্ড অব অনার অনুষ্ঠানে উপস্তিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু, পুলিশ পরিদর্শক (ওসি) মো. আশরাফুল আলম, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র ও বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন টিপুসহ বিভিন্ন নেতৃবৃন্দ। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা শিব প্রসাদ ঘোষ (৮০) ক্যান্সার জনিত রোগে আক্রান্ত হয়ে কোলকাতা টাটা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত ১৬ই এপ্রিল রাত ১টার দিকে মারা যান। তিনি মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বাগেরহাট হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ছিলেন।

Share this post

PinIt
scroll to top