দেশের তথ্য ডেস্ক।। অনেক নাটকীয়তার পর গুজরাট টাইটান্স ছেড়ে পুরনো ঢেরা মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া। রোহিতের জায়গায় অধিনায়কত্বও পেয়ে যান। তবে চলতি আইপিএলে কোনো কিছুই যেন ঠিকঠাক যাচ্ছে না। গুজরাটকে দুই আসরে নেতৃত্ব দিয়ে একবার চ্যাম্পিয়ন ও আরেকবার রানার্স-আপ করেছিলেন হার্দিক। তবে এবার এখন পর্যন্ত মুম্বাইয়ের হয়ে মুদ্রার উল্টো পিঠ দেখছেন যেন। ৬ ম্যাচে চার হারের বিপরীতে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলে আটে আছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
দলের বাজে সময়ের মতো খরা যাচ্ছে হার্দিকের ব্যাটে-বলেও। সর্বশেষ ম্যাচে ধোনির কাছে হ্যাটট্রিক ছক্কা হজমের পর হার্দিকের বোলিং সামর্থ্য নিয়ে আবারও প্রশ্ন উঠছে। এ ছাড়া প্রায় প্রতি ম্যাচেই সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হচ্ছে। এতসব খারাপ খবরের মধ্যে আরেকটা অস্বস্তির খবর ভারতীয় এই অলরাউন্ডারের জন্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও হার্দিকের জায়গা নিশ্চিত নয়।
আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জাতীয় দলের বিমানে ওঠার কী সুযোগ পাবেন হার্দিক পান্ডিয়া? সেই শর্ত বেঁধে দিলেন রোহিত শর্মারা। রিপোর্ট অনুযায়ী, জাতীয় দলে ফিরতে হলে হার্দিককে একটি বোলিং বিভাগে উন্নতি করতে হবে।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট হার্দিকের ফিটনেস নিয়েও যথেষ্ট চিন্তিত। ইতোমধ্যে অনেকেই বলাবলি করছেন, তিনি চোট লুকিয়ে খেলছেন। তাই তাকে খুব বেশি বল করতে দেখা যাচ্ছে না। ৬ ম্যাচে মাত্র ১১ ওভার হাত ঘুরিয়েছেন হার্দিক। পেয়েছেন মোটে ৩ উইকেট। চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচের শেষ ওভারে ৪ বলে ২০ রান তুলেছিলেন ধোনি। ব্যাট হাতেও ফর্মের ধারেকাছে নেই। ৬ ম্যাচে করেছেন মাত্র ১২১ রান।
গত বছর বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক। তারপর চলতি আইপিএল দিয়ে মাঠে নামেন। এর মধ্যে রোহিত শর্মা মুম্বাইয়ের অধিনায়কত্বকে সরানো নিয়ে একরাশ বিতর্ক হয়েছে। এবার জাতীয় দলের অধিনায়কের হাতেই নির্ভর করছে হার্দিক পাণ্ডিয়ার ভবিষ্যৎ।