গভীর নলকূপের পানি পান করতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

Untitled-1-copy-2404161115.jpg

দেশের তথ্য ডেস্ক।। লালমনিরহাটের আদিতমারীতে গভীর নলকূপের খুঁটি ভেঙে মাথায় পড়ে আল-আমিন (১৪) নামে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বাড়ির পাশে ভুট্টা ক্ষেত পরিচর্যা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন ইসলাম উপজেলার সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকার কাদের ইসলামের পুত্র।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে মায়ের সঙ্গে কাজ করতে যায় আল আমিন। তাপদাহ থাকায় পিপাসার্ত হয়ে পানি পান করতে পাশের বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের কাছে যায়। এসময় পা পিছলে পড়ে যাওয়ার সময় সিমেন্টের উচু খুঁটি ধরে পড়ে যাওয়া থেকে রক্ষা পেতে চায়। এসময় জরাজীর্ণ খুঁটি তার মাথায় ভেঙে পড়লে সেখানেই তার মৃত্যু হয়।

সারপুকুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, বরেন্দ্র’র গভীর নলকূপ খুঁটিগুলো ৮ থেকে ৯ বছরের পুরনো। যত্ন না নেওয়ায় এসব বিপদজনক হয়ে উঠেছে। যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top