দেশের তথ্য ডেস্ক।। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিত টিকা প্রদানের পাশাপাশি কৃমি নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করায় শিশুস্বাস্থ্যে ইতিবাচক প্রভাব পড়েছে। ফলে শিশু মৃত্যুর হার পূর্বের যে কোন সময়ের তুলনায় হ্রাস পেয়েছে। সরকারের এ কার্যক্রমে শতভাগ সফলতা অর্জনে সকল শ্রেণি পেশার মানুষের মধ্যে স্বাস্থ্য শিক্ষায় সচেতনতা বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় নগরীর শেরে বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ও ‘২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ সফল করার লক্ষ্যে আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে।
আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত নগরীতে ২৯তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ পালিত হবে বলে সভায় জানানো হয়। উভয় কার্যক্রম শতভাগ সফল করার লক্ষ্যে সিটি মেয়র সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের উপপরিচালক ডা. ফেরদৌসী আক্তার, জেলা শিক্ষা কর্মকর্তা ফারহানা নাজ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাদিয়া মনোয়ারা উষা, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মমিন ও মোছাঃ রুমানাই ইয়াসমিন, থানা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহজাহান, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ আবুল কাসেম, কেসিসি’র মেডিকেল অফিসার ডাঃ শরীফ শাম্মীউল ইসলাম সহ সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার।