শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।। খুলনা জেলাার দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এ দিকে দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ বিএনপির সম্ভাব্য পাঁচ প্রার্থীর নাম শোনা যাচ্ছে পরিষদের বর্তমান চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মল্লিক মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, ষ্টার জুট মিলস শ্রমিক- কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি, খুলনা জেলা বিএনপি’র সাবেক শ্রম বিষয়ক সম্পাদক গাজী এনামুল হক মাসুম ও বিশিষ্ট ব্যবসায়ী মো: জাকির হোসেন। প্রার্থীরা ইতিমধ্যে তাদের প্রার্থীতা জানান দিয়ে গণসংযোগ, সভাসমাবেশ করলেও একেবারে শেষ মুহুর্তে এসে প্রার্থীতা ঘোষণা করলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মল্লিক মহিউদ্দিন। মল্লিক মহিউদ্দিন এর প্রার্থীতা শতভাগ নিশ্চিত করেছেন তার বড় পুত্র মল্লিক মিজানুর রহমান ও ভাতিজা মল্লিক হাফিজুর রহমান। মল্লিক মহিউদ্দিন তার প্রার্থীতা ঘোষণায় অন্য প্রার্থীদের হিসাব নিকাশ বদলে গেছে। যার কারনে দিঘলিয়া উপজেলা পরিষদ নির্বাচনটি তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সাধারণ ভোটাররা মনে করছেন।