দমদম হনুমান মন্দির খালের পাশের বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড।

IMG-20240413-WA0034.jpg

সমরেশ ও শম্পা দাস(কলকাতা প্রতিনিধি):- ১৩ই এপ্রিল শনিবার, ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল দমদম হনুমান মন্দিরের পাশের বস্তিতে, দমদম ছাতা কল এলাকায়,

এখানে অগ্নিকাণ্ড ঘটে, তার পাশেই ছিল গরুর খাটাল সেখানে বেশ কিছু গরু বাধা ছিল, নিমেশের মধ্যেই আশপাশের বাড়িতে আগুন ছড়িয়ে যায় ,এতটাই ছিল আগুনের তীব্রতা, জানা যায় বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বাস্ট করায় আগুন আরও দুটো ছড়িয়ে পড়ে, তবে সকালের দিকে এই দুর্ঘটনা ঘটায় সকলের প্রাণে বেঁচে যান বলে জানায়।

ঘটনাস্থলে সুখ ছুটে আসেন দক্ষিণ দমদম পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অমিত পোদ্দার, কিছুক্ষনের মধ্যেই আসেন এবারের লোকসভা তৃণমূল প্রার্থী সৌগত রায় মহাশয়, উপস্থিত ছিলেন দমকল মন্ত্রী সুজিত বোস, এবং দমকল অফিসার অয়ন বাবু, উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন কাউন্সিলর অমিত পোদ্দার, অসমি পোদ্দার ,গীতা রায় চৌধুরী, সুরজিৎ রায় চৌধুরী এবং সঞ্জয় বাবু, সকলের তত্ত্বাবধানে আগুন দুটো নেভানোর চেষ্টা করেন, উপস্থিত ছিল দমকলের দশটি ইঞ্জিন ও একটি রোবট।

তবে এতটাই আগুনের তীব্রতা ছিল যে সম্পূর্ণ বস্তি বস্তিভূত হয়ে পড়ে, এলাকায় কান্নার রোল পড়ে যায়, মাননীয় সাংসদ এবং মন্ত্রী সুজিত বসু বলেন আমরা চেষ্টা করেছি যাতে তাড়াতাড়ি আগুন নেভানো কিন্তু এমন একটি জায়গায় আগুন লাগে অনেকটাই বাধা প্রাপ্ত হয় দমকলের কর্মীরা, আগুনে ছড়িয়ে পড়ে,

তাহারা বলেন আমরা এই সকল পরিবারের পাশে আছি এবং তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করব, এখন কি তাদের আপাতত থাকারও ব্যবস্থা আমরা করব তার সাথে সাথে জামা কাপড় থেকে শুরু যা যা দরকার হবে আমরা দেওয়ার চেষ্টা করব।,

আগুন লাগার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ পুরোপুরি না জানা গেলও অনেক ক্ষতি হয়েছে বলে জানান, বস্তি বাসীরা কোন কিছু উদ্ধার করতে পারেননি, সমস্ত আগুনে পুড়ে যায় , পরিবারের মধ্যে কান্নার রোল উঠে এবং কান্নায় ভেঙে পড়ে, তারা বলেন আমাদের আর কিছু রইল না সব আগুনে পুড়ে গিয়েছে।
হবে মন্ত্রীদের তরফ থেকে এটুকুই জানা যায় তার আশ্বাস দিয়েছেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব দেখার চেষ্টা,।

দেশের তথ্য ডেস্ক।। 

 

 

Share this post

PinIt
scroll to top