চিতলমারীর পুকুর থেকে স্যাটেলাইট লাগানো কুমিরটি উদ্ধার

received_445395387933775.jpeg

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:-  বাগেরহাটের চিতলমারীতে পুকুরে অবস্থান করা স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো কুমির উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্তৃপক্ষের একটি উদ্ধারকারী দল কুমিরটিকে উদ্ধার করে। বন্যপ্রাণী ও জীববৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্যের নেতৃত্বে উদ্ধারকারী দলটি পুকুরে জাল ফেলে কুমিরটিকে উদ্ধার করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গবেষণা কাজে কুমিরের গতিবিধি ও আচরণ জানাতে গত ১৬ মার্চ স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে লোনা পানির চারটি কুমিরকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছিল। এদের মধ্যে একটি কুমির প্রায় শত কিলোমিটার পথ ঘুরে গতকাল থেকে বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থান করে। বৃহস্পতিবার (১১ এপ্রিল)  রাতে ওই এলাকার  মধুমতি নদী সংলগ্ন রাস্তায় কুমিরটিকে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কুমিরটি দেখার জন্য রাস্তায় ভির জমায়। এক পর্যায়ে কুমিরটি নদীতে ফিরে না যেয়ে রাস্তার পার্শবর্তী একটি পুকুরে অবস্থান নেয়। খবর পেয়ে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ কর্তৃপক্ষের একটি উদ্ধারকারী দল কুমিরটিকে উদ্ধার করে।

এ ব্যাপারে খুলনা বিভাগীয় বন্যপ্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য জানান, খবর পেয়ে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণকারী উদ্ধারকারী দল অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কুমিরটিকে উদ্ধার করতে সক্ষম হয়।  উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতিতে কুমিরটিকে অবমুক্ত করা হবে।

দেশের তথ্য ডেস্ক।। 

 

 

Share this post

PinIt
scroll to top