দেশের তথ্য ডেস্ক।। বাগেরহাট হতে পতিতাবৃত্তির উদ্দেশ্যে বিদেশে মানব পাচারকারী চক্রের মূলপরিকল্পনাকারীকে গ্রেফতার করেছে সদর কোম্পানি , র্যাব-৬, খুলনা।দীর্ঘদিন ধরে একটি চক্র বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণী মেয়েদের বিভিন্ন কৌশলে বিদেশ পাচার করে আসছিল। একই ভাবে চক্রটি গত ১৭-০৮-২০২২ তারিখ একজন ভিকটিমের মাকে ভালো পাত্রের কথা বলে বিয়ের প্রস্তাব দেয়। ভিকটিমের মা তাদের প্রস্তাবে রাজি হলে তাদের ঠিক করা পাত্রের সহিত মেয়ের বিবাহ দেয়। বিবাহের কিছুদিন পর চক্রটির পূর্বপরিকল্পনা মোতাবেক ভালো চাকুরী কথা বলে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় যাওয়ার পর ভিকটিম এর মা তার মেয়ের সাথে ২/৩ বার যোগাযোগ করে। এর কিছুদিন পর ভিকটিম তার মায়ের সাথে যোগাযোগ বন্ধ করে দিলে পাচারকারী চক্রটির কাছে মেয়ের খোজ খবর জানতে চায়।
চক্রটি ভিকটিমের মাকে কোন খোজ খবর না দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরবর্তীতে ভিকটিম তার খালাকে ফোন করে জানায় পাচারকারী চক্রটি তাকে ভারতে অজ্ঞাতনামা ব্যক্তির কাছে পতিতা বৃত্তি করার জন্য বিক্রি করে দিয়েছে। বিষয়টি জানার পর ভিকটিমের মা বাদী হয়ে উক্ত পাচার এর সাথে জড়িত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহান থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে। এমন নির্মম, জঘন্য ও ঘৃনীত পাচারের বিষয়টি বিভিন্ন জাতীয় ও স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ছায়াতদন্ত শুরু করে এবং জঘন্য ও ঘৃনীত পাচারের সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল ০৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ আনুমান ২০:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার মোল্লারহাট থানাধীন মোল্লারহাট বাজারে অভিযান পরিচালনা করে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন মামলার মূল পরিকল্পনাকারী আসামী ১। হান্নান শরীফ (৪৭) পিতা- আব্দুল বারিক শরীফ , সাং- রমপুর, থানা- মোল্লারহাট, জেলা- বাগেরহাটকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মানব পাচারের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে সহকারী পুলিশ সুপার, সিআইডি বাগেরহাট এর নিকট হস্তান্তর করা হয়।