পূণ্যব্রহ্ম্ শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩ তম জন্মতিথি উপলক্ষে মহা বারুনীর স্নান ও ঐতিহ্যবাহী বারুনী মেলা অনুষ্ঠিত

435184329_391692093753345_4893646730578004350_n.jpg

(গোপালগঞ্জ প্রতিনিধি):- দেশে বিদেশের প্রায় দশ লক্ষাধিক ভক্ত দর্শনার্থী ও পূর্ণার্থীদের অংশগ্রহনে গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দি ঠাকুর বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে মহাবারুনীর স্নান উৎসব ও ঐতিহ্যবাহী মহাবারুনী মেলা। শনিবার সকাল সাড়ে  ৬ টায় মতুয়া মাতা শ্রী শ্রী সীমাদেবী ঠাকুরানী ও গদীনশীল ঠাকুর শ্রী পদ্মনাভ ঠাকুর কামনা সাগরে স্নান করে আনুষ্ঠানিক ভাবে এ স্নান উৎসবের শুভ সূচনা করেণ। এরপর দিন ব্যাপী স্নান উৎসবে দেশ- বিদেশের প্রায় দশ লক্ষাধিক ভক্ত দর্শনার্থী ও পূর্ণার্থী  অংশগ্রহণ করেণ। মহাবারুনী স্নানকে কেন্দ্র করে ওই এলাকায প্রায় তিন কিলোমিটার জুড়ে ৫ দিন ব্যাপী এ বারুনী মেলা অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এ বছরও   প্রশাসনের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পৌনে দুই শ বছরের ঐতিহ্যবাহী এ মহাবরুনির স্নান ও মেলা পরিদর্শন করেণ।

বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরি সভাপতি ও কাশিয়ানী উপজেলা পরিষদ চেয়ারম্যান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ৬ষ্ঠ পুরুষ সুব্রত ঠাকুর জানান, দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকা ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ , আসাম  ও ত্রিপুরা থেকে পুন্যার্থীরা দলে দলে ঢাক, ঢোল, শংখ , কাশি বাজিয়ে লাল নিশান উড়িয়ে হরি বোল ধ্বনিতে এলাকা প্রকম্পিত করে। তিনি আরো জানান পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ঠাকুর নগরেও অনুরুপ মহাবারুনী স্নান ও বারুনী মেলা অনুষ্ঠিত হচ্ছে।

 

 

Share this post

PinIt
scroll to top