তামিমের ফেরা নিয়ে যা বলছেন প্রধান নির্বাচক

lipu-tamim-iqbal-20240406151512.jpg

দেশের তথ্য ডেস্ক।। গত বছরের সেপ্টেম্বরে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল। এরপর থেকে লাল-সবুজের জার্সিতে তাকে আর দেখা যায়নি। বর্তমানে তামিমের ফের জাতীয় দলে ফেরার বিষয়টি দেখছেন ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এদিকে নতুন করে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্ব পাওয়া গাজী আশরাফ হোসেন লিপুও এ নিয়ে কথা বলেছেন।

সম্প্রতি ঢাকা পোস্টের সঙ্গে দীর্ঘ আলাপচারিতা হয় প্রধান নির্বাচকের। সেখানে তার কাছে জানতে চাওয়া হয় দায়িত্ব নেওয়ার পর তামিমের সঙ্গে তার দলে ফেরা নিয়ে কোনো কথা হয়েছে কি না। জবাবে লিপু বলেন, ‘আমাদের গণ্ডির মধ্যেই রয়েছি। ফরমালি যতটুকু অথরিটি রয়েছি ততটুকুর মধ্যেই আছি। যেকোনো খেলোয়াড়ের সঙ্গেই আমাদের হাই-হ্যালো ধরনের কথা হয়। তামিমকে কে না দলে চায়, সবাই চায়।’

তিনি আরও বলেন, ‘তার সঙ্গে বোর্ড সভাপতি কথা বলবেন। গতকাল জালাল ভাইও সেটি বলেছেন। তাদের সঙ্গে সিরাজ ভাইও কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। একজন ক্রিকেট খেলোয়াড়ের সঙ্গে আমরা কথা বলতেই পারি, কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নাই, এটা বুঝতে হবে।’

অন্যদিকে, চোটের কারণে অনেকদিন জাতীয় দলে নেই সাইফউদ্দিন। তার ফেরা প্রসঙ্গে প্রধান নির্বাচক জানান, ‘সাইফউদ্দিন একজন ভালো পারফর্মার। সে ইনজুরিতে ছিল, যা তাকে ছিটকে দেয়। এখনও সে বেশ নিবিড় একটা পর্যবেক্ষণে আছে মেডিকেল টিমের। তাকে ছক বেঁধে দেওয়া হয়েছে কতটুকু কী করতে পারবে। আরও কিছু ম্যাচ তাকে দেখার সুযোগ পাব। আমার মনে হয়, বিশ্বকাপের আগে একটা যাচাই-বাছাই করবে মেডিকেল টিম। সাইফউদ্দিনের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, সে কতুটুক সুস্থ থাকে লক্ষ্য থাকবে সেদিকে। বিপিএলেও ভালো করেছে সে।’

উল্লেখ্য, চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে। তার আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফরম্যাটটিতে সিরিজ রয়েছে বাংলাদেশের। সর্বশেষ বিপিএলে ভালো করায় সাইফউদ্দিনকে সেখানে রাখার ব্যাপারে জল্পনা চলছে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে। যা শেষ পর্যন্ত নির্ভর করছে বিসিবির ওপর। তবে তামিমের ফেরা নিয়ে সংশয় মিটছে না কোনোভাবেই!

Share this post

PinIt
scroll to top