তারাবির নামাজ পড়ে বের হতেই শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

las-udhar-desh-ropantor11.jpg

দেশের তথ্য ডেস্ক।। বগুড়ার কাহালুতে মসজিদে তারাবির নামাজ পড়ে বাড়ি ফেরার পথে রেদোয়ান ইসলাম (১৭) নামে এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাতাঞ্জো গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রেদোয়ান ওই গ্রামের সাদ মিয়ার ছেলে। সে এই বছর দূর্গাপুর এনায়েতউল্লাহ দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কাহালু থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশরাফুল আলম বলেন, পাতাঞ্জো জামে মসজিদে তারাবির আট রাকাত নামাজ পরে বাড়ি ফিরছিল রেদোয়ান। এই সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার পর মরদেহ ধান ক্ষেতে ফেলে রেখে যায়। রাত ১০টার দিকে তারাবির নামাজ শেষে মুসল্লিরা মসজিদ থেকে বাড়ি ফেরার পথে রেদোয়ানের রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

Share this post

PinIt
scroll to top