সরকারি-বেসরকারি বহু ওয়েবসাইট ডাউন -দেশের

23.jpg

দেশের তথ্য ডেস্ক –

দেশের সরকারি-বেসরকারি বহু ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। বিশেষ করে যেসব ওয়েবসাইটের শেষে ডট গভ, ডট বিডি, ডট বাংলা বা ডট কম ডট বিডি রয়েছে সেগুলো বিটিসিএলের সার্ভার থেকে নিয়ন্ত্রণ করা হয়। এসব সাইট খোলা যাচ্ছে না।

দেশের সবগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইট এসব ডোমেইন দিয়ে বানানো। ফলে সেগুলোতে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা। এ ছাড়া ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ, ইভ্যালি ও সংবাদ সংস্থা ইউএনবিসহ বহু বেসরকারি ওয়েবসাইট এসব ডোমেইন দিয়ে নিয়ন্ত্রণ করায় সেগুলোতেও প্রবেশ করা যাচ্ছে না।

জানা যায়, মঙ্গলবার রাত থেকে বিটিসিএল নিয়ন্ত্রিত তিনটি ডোমেইন সার্ভারে ত্রুটি দেখা দিয়েছে। এর ফলেই ব্যবহারকারীরা সরকারি-বেসরকারি ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না। ওয়েব ঠিকানায় গেলে তা না খুলে ‘This site can’t be reached’ লেখা ভেসে উঠতে দেখা যায়। এতে সেবা পেতে সমস্যা হচ্ছে।

Share this post

PinIt
scroll to top