বিজিবি মহাপরিচালকের বেনাপোল ও পুটখালী সীমান্ত পরিদর্শন।

18.jpg

মিলন হোসেন বেনাপোল,
বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি,বিএসপি,এসইউপি,,এনডিসি, পিএসসি, বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন।বুধবার সকালে তিনি প্রথমে শার্শা কাশিপুর বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখের কবরে গার্ড অফ অনার প্রদান করেন এবং সেখানে ১০০ শত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন।
পরে তিনি সীমান্ত রাস্তার হয়ে বেনাপোল আইসিপি ক্যাম্প ও পুটখালী চরের মাঠ পরিদর্শন করেন।

প্রদর্শন কাল তার সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম (এডিজি অপস এন্ড ট্রেনিং),ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ার হোসেন,(ব্যুরো চিফ) বিএসবি,ব্রিগেডিয়ার জেনারেল শামিম আহমেদ,খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির,লে: কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম, পিএস টু ডিজি বিজিবি,লে: কর্ণেল মাসুদ পারভেজ রানা, পরিচালক (পরিকল্পনা), সদর দপ্তর বিজিবি,ক্যাপ্টেন মাজেদুল আলম পৃথু, এডিসি টু ডিজি বিজিবি আরো ছিলেন যশোর রিজিয়ন, সেক্টর, ব্যাটালিয়ান,অন্যান্য অফিসার বৃন্দ।

Share this post

PinIt
scroll to top