দেশের তথ্য ডেস্ক –
বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনার প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা যায়নি অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনকে।
ব্যাংকে হামলা ও ম্যানেজারকে অপহরণের ঘটনায় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)’ এর সামরিক শাখা ‘কুকিচিন ন্যাশনাল আর্মি (কেএনএ)’ এ দায়ী করা হচ্ছে। যদিও তাদের কোনো মুখপাত্র অপহরণের বিষয়ে কোনো তথ্য দিচ্ছেন না।
অপহরণের শিকার ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের স্ত্রী বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষকতা করেন।
তিনি প্রতিষ্ঠানের নিজস্ব কোয়ার্টারে বসবাস করেন। রুমা থেকে এলে ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিন এই বাসাতেই থাকেন।
তার স্ত্রী জানান, কোনো পক্ষ এখনো তাদের সঙ্গে যোগাযোগ করেনি। কোনো মুক্তিপণও দাবি করেনি।
তিনি তার স্বামীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
সোনালী ব্যাংক বান্দরবান আঞ্চলিক কার্যালয়ের একজন কর্মকর্তা বলেন, ব্যাংকের ভল্ট ভেঙেছে কি না এবং কত টাকা লুট হয়েছে, তা জানার জন্য ঢাকা এবং চট্টগ্রাম থেকে ব্যাংকের সিনিয়র কর্মকর্তারা দুপুরে ঘটনাস্থলে যাচ্ছেন।
এদিকে পুলিশের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারিা হেলিকপ্টারযোগে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।
সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য সংস্থার সমন্বয়ে সেখানে যৌথ অভিযান চালাচ্ছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে রুমা উপজেলার সোনালী ব্যাংকে হামলার ঘটনা ঘটে।