যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী আহত।

received_1667125387153161.jpeg

মিলন হোসেন বেনাপোল প্রতিনিধি ||

যশোরের বেনাপোল দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী আহত হয়েছে।মঙ্গলবার রাত সাড়ে দশটা সময় দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা এ গুলি বর্ষণ করেন।

গুলিবিদ্ধ বাবু মিয়া বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের দ্বীন ইসলাম ছেলে ও ডালিম হোসেন একই গ্রামের বরকত আলীর ছেলে।আহতদের বিজিবি সীমান্ত থেকে উদ্ধার করে তাদের হেফাজতে রেখে চিকিৎসা দিচ্ছে।

 

২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার জানান,

বাবু ও ডালিম নামে দুই বাংলাদেশী দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর গুলি বর্ষণ করে।

সীমান্তে ডিউটিতে থাকা বিজিবি তাদেরকে উদ্ধার করে ক্যাম্পে এনে অবৈধ অনুপ্রবেশ আইনে আটক দেখিয়ে তাদের হেফাজতে রেখে চিকিৎসা দিচ্ছে। সুস্থ হলে থানায় সোপর্দ করবেন।

Share this post

PinIt
scroll to top