পাইকগাছায় নবনির্মিত “সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দির” উদ্বোধন করেন মেয়র সেলিম জাহাঙ্গীর 

received_796517011833845.jpeg

শাহরিয়ার কবির,নিজস্ব প্রতিবেদক।।

পাইকগাছা পৌরসভার প্রাণকেন্দ্রে সরল শীলপাড়াস্থ নবনির্মিত “সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দির” এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পূজা কমিটির সভাপতি দিপংকর শীল এর সভাপতিত্বে সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দিরটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। স্বাগত বক্তৃতা করেন, কমিটির সাধারণ সম্পাদক তাপস শীল। এসময় উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালি মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, প্যানেল মেয়র এস এম তৈয়বুর রহমান ও কবিতা রাণী দাশ, সাবেক সেক্রেটারি সুবাস চন্দ্র মন্ডল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, দিপক মন্ডল, পূজা উদযাপন পরিষদের মৃত্যুঞ্জয় সরদার, কোষাধ্যক্ষ শুভংকর শীল, উপদেষ্টা নিরাপদ শীল, স্বপন শীল, জয়দেব শীল, অমিত শীল, উজ্জ্বল শীল, অমিও শীল, সুফল শীল, গুরুদাস শীল, বিকাশ শীল, সাগর শীল, অরণ্য শীল, গৌরাঙ্গ ব্যানার্জী, নিত্য মূখার্জী, পূণ্য শীল, হৃদয় শীল, উত্তম শীল, দিবাকর শীল, অশোক শীল, পূজা শীল, প্রবীর শীল, দিপংকর শীল, বিশ্ব শীল, সমারেশ শীল, সাধক শীল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পৌরসভার সরল শীলপাড়া সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দির কমিটির উদ্যোগে ১৮তম বাৎসরিক শ্রীশ্রী শ্মশান কালি পূজা উদযাপিত হচ্ছে।

দেশের তথ্য ডেস্ক||

Share this post

PinIt
scroll to top