ঘাটালে মাস্টার প্ল্যান না হওয়ার জন্যই, দেব রাজনীতি ছাড়তে চেয়েছিলেন

8607e5c7-8afe-43a1-a380-ac3d707fd585.jpg

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

পাঁশকুড়া সভা থেকে অভিনেতা দেব , জানান আমি কথা দিয়েছিলাম, ঘাটালে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হবে কিন্তু আমি কথা রাখতে পারিনি, আমি রাজনীতি ছেড়ে দিতে চেয়েছিলাম,

তুম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তোমার মত ছেলে আমার প্রয়োজন, আরামবাগের সভা থেকে কথা দিয়েছেন এই মাস্টার প্ল্যান করে দেয়া হবে।, দিদির কথা রাখতেই আমি আবার রাজনীতিতে ফিরলাম,

আমি ঠিক করেছিলাম রাজনীতি ছেড়ে নিজের ফিল্ম জগতে ফিরে যাব।, ঘাটাল লোকসভার প্রার্থী দেব বলেন ঘাটালের মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি ছিল। এলাকার মানুষের একটা আশ্বাস ছিল আমার উপর, কিন্তু আমি তাদের কথা রাখতে পারছিলাম না,

আমি বলেছি যদি রাজ্য সরকার ঘাটালের মাস্টারপ্ল্যান করে দেয় তবেই আমি রাজনীতিতে আসবো। সেই কথামতো আমার কথা রেখেছেন এবং দুটি প্ল্যানের এর কাগজ জমা পড়েছে। একটি মাস্টার প্ল্যান ও এর সাথে আরও একটি কাজ হবে। মধ্যেই তা নির্বাচন কমিশনের কাছে জমা হয়েছে।
মন্দিরে পুজো দিয়ে ই র‍্যালী সারলেন।

 

Share this post

PinIt
scroll to top