শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক।।পাইকগাছা পৌরসভার প্রয়াত প্রথম মেয়র আলহাজ¦ এসএম মাহবুবুর রহমানের ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে পৌরসভার পক্ষ থেকে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রয়াত মেয়রকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ কাজী আজিজুল করিম, ঈমান আলী মাস্টার, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, বর্তমান সভাপতি জিএম শুকুরুজ্জামান, সহকারী অধ্যাপক আজম আব্দুল হাকিম, আমিন উদ্দীন সরদার, দেবব্রত মন্ডল, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, এসএম ইমদাদুল হক, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কবিতা দাশ, আসমা আহম্মেদ, রবি শংকর মন্ডল, ইমরান হোসেন, আলাউদ্দীন গাজী, রাফেজা খানম, প্রধান সহকারী জিয়াউর রহমান, উত্তম ঘোষ, মৃণাল কান্তি, ইমদাদুল হক, হেমেন্দ্রনাথ গাইন ও কবিতা রানী। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ সাইফুল ইসলাম। স্মরণ সভায় মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, প্রয়াত মেয়র এসএম মাহবুবুর রহমান একজন সাদা মনের সহজ সরল ও সাধারণ মানুষ ছিলেন। মেয়র এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়া সত্তেও কোথাও কখনো ক্ষমতার অপব্যবহার করেন নি। দল মত নির্বিশেষে সবশ্রেণির মানুষের সাথে সুন্দর ব্যবহার করেছেন। তার শূন্যতা কখনো পূরণ হবার নয়। তার জীবন আদর্শ অনুসরণ করে স্বা¯’্য সম্মত জীবন যাপনের জন্য সকলের প্রতি আহŸান জানিয়ে প্রয়াত মেয়রের নামে রাস্তার নামকরণ সহ নতুন পৌর ভবনে স্মৃতি সংরক্ষণ করা হবে বলে জানান মেয়র সেলিম জাহাঙ্গীর।