কেএমপি’র খুলনা থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং নুর আজিম গ্রুপের ০৩ সদস্য গ্রেফতার:

435240442_726254363015535_8798404151565565768_n-2.jpg
দেশের তথ্য ডেস্ক- 
০১ এপ্রিল খুলনা সদর থানা পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ টুটপাড়া সার্কুলার রোডস্থ ৮/১ নং বাড়ির নিচতলা হতে মাদক কারবারি ০১) মোঃ জিকো খান@জিকু (৩৬), পিতা-মোঃ শাহজাহান@ শানু মহুরী, সাং-হোল্ডিং নং-৮/১, ওয়েস্ট সার্কুলার রোড, মহীর বাড়ীর মোড়, কাতার ভবনের পাশে, থানা- খুলনা সদর, জেলা-খুলনাকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।May be an image of 3 people, hospital and text that says 'শান্তি শুত্খলা নিরাপন্তা প্রগতি উদ্ধার অভিযান লনা থানা, মপি, খুলনা।'
এছাড়াও একই স্থান থেকে মাদক কারবারি ০২) মোঃ মোস্তাফিজুর রহমান হারিছ (৪০), পিতা-মোঃ শাহজাহান@ শানু মহুরী, সাং- হোল্ডিং নং-৮/১, ওয়েস্ট সার্কুলার রোড, মহীর বাড়ীর মোড়, কাতার ভবনের পাশে, থানা- খুলনা সদর, জেলা-খুলনাকে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক কারবারি ০২) মোসাঃ ফাতেমা আক্তার(২৩), পিতা-মোঃ গোলদার মোড়ল, সাং-খাজুরা (খাজুরা লকপুর বাজারের পার্শ্বে), থানা- ফকিরহাট, জেলা-বাগেরহাট, এপি সাং-হোল্ডিং নং-৮/১, ওয়েস্ট সার্কুলার রোড, মহীর বাড়ীর মোড়, কাতার ভবনের পাশে, থানা-খুলনা সদর, জেলা-খুলনাকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়েছে।
May be an image of text that says 'উদ্ধার: ১ (১০০+১৫০) =২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা টযাবলেট ২।০১(এক) কেজি ৫০০( পাঁচশত) গ্রাম গাঁজা'
উক্ত গ্রেফতারকৃত মাদক কারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা নিয়মিত মাদকদ্রব্য গাঁজা ও ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে থাকে। এ সংক্রান্তে খুলনা সদর থানার মামলা নং-৩, তারিখ-০১/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/ ১৯(ক)/৪১ রুজু করা হয়েছে।

Share this post

PinIt
scroll to top