পাইকগাছায় মৎস্য লীজ ঘের দখল চেষ্টা, হামলা ও ভাংচুরের অভিযোগে সংবাদ সম্মেলন

received_434564112486446.jpeg

শাহরিয়ার কবির, নিজস্ব প্রতিবেদক ||পাইকগাছায় আদালতের রায় ডিগ্রি ও আদেশ অমান্য করে লীজঘের দখলের চেষ্টা, মারপিট ও মিথ্যা মামলার হুমকি সহ জানমালের নিরাপত্তার দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলনে প্রতিপক্ষদের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন, উপজেলার সোলাদানা ইউনিয়নের চারবান্ধা গ্রামের মৃত গিরিশ সানার পুত্র জগবন্ধু সানা। লিখিত বক্তব্যে তিনি বলেন, উপজেলার পশ্চিমকাইনমুখী মৌজার সাবেক খতিয়ান ৬, এসএ খতিয়ান ৪৩ ও ৪৫ এবং বিআরএস ২১ ও ২২ খতিয়ানে ১২.৫৭ একর জমির মধ্যে ৮.৫২ একর জমি তাদের। তিনি বলেন তার ঠাকুরমা শ্যামা দাসী এসএ খতিয়ানের মালিক ছিলেন, তিনি মারা গেলে তার বাবা ও কাকা ঐ জমির মালিক হন এবং তাদের মৃত্যুর পর ওয়ারেস সূত্রে এজমির মালিক হন তিনি এবং তার শরিকগন। উক্ত জমির মধ্যে কিছু জমি প্রতিপক্ষ কালিপদ মন্ডল ও ধীরেন্দ্রনাথ মন্ডল খরিদ করেন। দখল অনুযায়ী উভয় পক্ষের বর্তমান জরিপে রেকর্ড হয়।

প্রতিপক্ষ কালী পদ মন্ডল ও ধীরেন্দ্র নাথ মন্ডল খরিদা জমির অধিক দাবি করে দেওয়ানী আদালতে ৪৫৫/৯৪নং সত্বপ্রচার বাবদ একটি মামলা করেন। যা দোতরফা শুনানিতে খারিজ হয়। অতঃপর খুলনা জেলা জজ আদালতে দেওয়ানী আপিল ২৩/৯৫ নং মামলা করেন, উক্ত মামলাটিও খারিজ হলে, প্রতিপক্ষরা মহামান্য হাইকোর্টে একটি সিভিল রিভিশণ মামলা করেন, যার নং ৬১৪/২০০০। উক্ত মামলাটি শুনানি অন্তে মনজুর হয়। উক্ত সিভিল রিভিশনের বিরুদ্ধে তিনি মহামান্য সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন। যার নং ৩৮৪২/২০২৩। উক্ত লিভ টু আপিল শুনানিতে প্রতিপক্ষের সিভিল রিভিশন মামলার আদেশ লিভ টু আপিল শুনানী নিষ্পত্তি কালতক ¯’গিত আদেশ দেন ও বলবৎ আছে। তিনি বলেন ওই অব¯’ায় প্রতিপক্ষরা তাদের দখলীয় জমি জবর দখলের হুমকি দেয়। তখন তিনি পাইকগাছা থানায় একটি দরখাস্ত করেন দরখাস্ত মোতাবেক থানা পুলিশ উভয় পক্ষের কাগজপত্র দৃষ্টান্তে বসাবসির উদ্যোগ নিলে প্রতিপক্ষরা তফশিল জমি জবর দখলের হুমকি দেয়। তখন তিনি প্রতিপক্ষদের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিধির ১৪৪ ধারামতে একটি মামলা করেন। যার নং এম আর ৮৯/২৪। উক্ত মামলায় আদালত ওসি পাইকগাছা-কে দখল ভিত্তিক ¯ি’তিব¯’া ও শান্তি-শৃঙ্খলা রক্ষার আদেশ দেন। সর্বশেষ পশ্চিম কাইনমুখী গ্রামের কালিপদ মন্ডলের পুত্র কৃষ্ণপদ মন্ডল, ধীরেন্দ্রনাথ মন্ডলের পুত্র পঞ্চরাম মন্ডল ও নিখিল মন্ডল, নিখিল মন্ডলের পুত্র চিন্ময় মন্ডল ও মিঠুন মন্ডল সহ প্রতিপক্ষরা লোকজন নিয়ে ২৮ মার্চ বৃহস্পতিবার রাত ৯টার দিকে নালিশী লীজ ঘেরে হামলা করে দখল চেষ্টা করে। এ সময় তারা লীজ ঘেরের বাসা ভাংচুর করে ক্ষতিসাধন এবং লীজঘেরে থাকা কুমুদ রঞ্জন সানাকে মারপিট করে আহত করে। ওই সময় প্রতিপক্ষরা মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা সহ বিভিন্ন ধরণের হুমকি দেয়। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি উল্লেখ করে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যব¯’াগ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন।

Share this post

PinIt
scroll to top