খুলনায় নকল আইসক্রিম ও সেমাই কারখানায় অভিযান, জরিমানা

kg-ertetg.jpg

খুলনায় নকল আইসক্রিম ও ভেজাল সেমাই কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় নকল রোবো ললি তৈরি ও বিক্রি করায় আইসক্রিম কারখানার মালিক সাজুকে ৩০ হাজার টাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় ভূঁইয়া ফুড কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রোববার(৩১মার্চ) দুপুরে এই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকারের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, অনুমোদনহীন এবং ক্ষতিকর উপাদান ব্যবহার করে নকল রোবো ললি তৈরি হচ্ছিলো। এ সময় ৫০০ প্যাকেট নকল রোবো আইসক্রিম জব্দ করা হয়। এছাড়া মেঝেতে নোংরা পরিবেশে সেমাই উৎপাদন করা হয় সেমাই কারখানাকে জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব ও ক্যাব প্রতিনিধি জেড এন সুমন উপস্থিত ছিলেন।

দেশের তথ্য ডেস্ক।।

Share this post

PinIt
scroll to top