খুলনা বিশ্ববিদ্যালয়ের কক্ষ থেকে ৮,৯৫,০০০/-টাকা চুরি

434361822_725373209770317_9007971064483566460_n.jpg
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ নং একাডেমিক ভবন এর ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন এর ২২৬০ নং কক্ষ থেকে টাকাগুলি চুরি  হয় ।  পরবর্তীতে কেএমপি’র হরিণটানা থানা পুলিশের অভিযানে চোরাই নগদ অর্থ ৮,৯৫,০০০/-টাকা উদ্ধারপূর্বক ০১ (এক) জন আসামীকে গ্রেফতার করে।
কেএমপি’র হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম কর্তৃক হরিণটানা থানার মামলা নং-১০, তারিখ-১৩/০৩/২০২৪ খ্রিঃ ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোডের প্রেক্ষিতে দিঘলিয়া থানাধীন পানিগাতী স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে।
আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য ০১) মোঃ টিটন খান (৩৫), পিতা-মোঃ হারুন খান, সাং-পানিগাতী, পশ্চিমপাড়া, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা’কে চোরাই নগদ অর্থ ৮,৯৫,০০০/-(আট লক্ষ পচানব্বই হাজার) টাকা উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, উক্ত গ্রেফতারকৃত আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্যর বিরুদ্ধে ১) খুলনা এর দিঘলিয়া থানার মামলা নং-১১, তারিখ-২৬/০১/২০২৪ খ্রিঃ, ধারা-৪৬১/৩৮০ পেনাল কোড; ২) খুলনা এর দিঘলিয়া থানার মামলা নং-০৭, তারিখ-১৫/১০/২০২১ খ্রিঃ, ধারা-৩৮০/৪৫৭ পেনাল কোড; ৩) খুলনা এর পাইকগাছা থানার মামলা নং-১৩, তারিখ-১২/০১/২০২১ খ্রিঃ, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড এবং ৪) বাগেরহাট এর রামপাল থানার মামলা নং-৪, তারিখ-০৫/০৫/২০২১ খ্রিঃ, ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোডে মামলা রয়েছে।

দেশের তথ্য ডেস্ক

Share this post

PinIt
scroll to top