বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় নৌম্যানসল্যানডে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীর মৃত্যু

420956149_1669457660473180_3405807288881686134_n.jpg

মিলন হোসেন (যশোর প্রতিনিধি):- বেনাপোল চেকপোস্ট নৌম্যানসল্যানডে ভারতে যাওয়ার সময় নুর ইসলাম নামে এক বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রীর মৃত্যু হয়েছে।

সে বাংলাদেশ ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে প্রবেশের জন্য নৌম্যানসল্যানডে অপেক্ষা করছি।শনিবার দুপুরে তার মৃত্যু হয়।তার বাড়ি যশোর কোতোয়ালী থানার বকচর এলাকার গোলাম রসুলের ছেলে।পাসপোর্ট নংঃA01131727।

এদিকে অনেকেই অভিযোগ করেন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম তারাতারি শেষ হলেও ভারতীয় ইমিগ্রেশন ও কাস্টমস ইচ্ছা মত তারা কাজ করে। এ কারনে নৌম্যানসল্যানডে খোলা আকাশের নিচে ঘন্টা পর ঘন্টা দাড়িয়ে থাকতে হয়।লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাঝে মাঝে সেদেশের বর্ডার বাহিনী বিএসএফ লাঠি নিয়ে এসে চোখ গরম দিতে থাকে আর বলে লাইন কোন রকম নাড়াচাড়া হলে খবর আছে।

এতে করে মানুষের মাঝে ভয়ভীতি কাজ করে থাকে। অনেকের সাথে থাকা বাচ্চারা লাঠি দেখে চিৎকার করে কান্না কাটি করতে থাকে।যে সমস্ত বাংলাদেশীরা ভিসা নিয়ে ভারতে যান তারা যে তাদের কাছে অসহায় হয়ে পড়েছে। ভুক্তভোগী পাসপোর্ট যাত্রীরা দুদেশের হাইকমিশনের দৃষ্টি আকর্ষন করেছেন। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস।

 

দেশের তথ্য ডেস্ক

Share this post

PinIt
scroll to top