খুলনায় সেমাই কারখানাসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

received_1365051034150706.jpeg

বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় বৃহস্পতিবার  (২৮ মার্চ) খুলনা মহানগরীর খালিশপুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ঔষধ, আলু, দেশি পেঁয়াজ ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।

অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে স্কয়ার মেডিসিন সেন্টার-কে ১৫ হাজার টাকা এবং নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার অপরাধে মেসার্স সেলিনা সেমাই মিল-কে ২০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক  মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে আজকের অভিযানে উপস্থিত ছিলেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড. এন. সুমন ও আনসার সদস্যবৃন্দ।

দেশের তথ্য ডেস্ক।।

Share this post

PinIt
scroll to top