আজ ২৮ মার্চ কেএমপি’র হেডকোয়ার্টার্সে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদর, খুলনার যৌথ উদ্যোগে জরুরী মূহুর্তে অগ্নি প্রতিরোধ ও নির্বাপন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ বিষয়ক সচেতনতামূলক সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদর, খুলনার পক্ষ থেকে সকলকে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ-সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অগ্নি নির্বাপন প্রশিক্ষণ বিষয়ে সচেতনতামূলক মহড়ায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সদর) পলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) জনাব মোঃ আশরাফ হোসেন; সিনিয়র স্টেশন অফিসার জনাব মোঃ নজরুল ইসলাম; খুলনার ওয়্যার হাউজ ইন্সপেক্টর জনাব মোঃ নাজমুস সাদাত-সহ কেএমপি’র বিভিন্ন স্তরের পুলিশ অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক।।