সাবেক এমপি নজির হোসেন আর নেই

najir.jpg

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি নজির হোসেন মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৩টায় পৌর শহরের পুরাতন বাস স্টেশনে নজির হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় তাঁর গ্রামের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।

প্রসঙ্গত, নজির হোসেন সুনামগঞ্জ—১ আসন থেকে ১৯৯১ সালে সিপিবির হয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৩ সালের ১৫ অক্টোবর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেন। ১৯৯৬ সালে দ্বিতীয়বার ও ২০০১ সালে তৃতীয়বারের মতো বিএনপি থেকে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।

নজির হোসেন ১৯৪৯ সালের ৪ঠা ফেব্রুয়ারি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শাহপুর গ্রামে জন্মগ্রহণ করে। তার বাবা মো. আব্দুল গণী ও মা সুয়েতুন নেছা।

দেশের তথ্য ডেস্ক 

Share this post

PinIt
scroll to top