চিতলমারীতে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা

434213796_1462453271038491_2108131561088911774_n.jpg

প্রদীপ মন্ডল চিতলমারী, বাগেরহাট প্রতিনিধি ।।  বাগেরহাটে চিতলমারীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উপ্নয়ন সংস্থা নবলোক পরিষদের কৈশোর কর্মসূচির আয়োজনে ও পিকেএসএফ এর অর্থায়নে বুধবার (২৭ মার্চ) সকাল ১০ শেরে বাংলা ডিগ্রি কলেজ সেমিনার হলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় শেরে বাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে ও নবলোক পরিষদের কৈশোর কর্মসূচির চিতলমারী উপজেলা প্রোগ্রাম অফিসার প্রহ্লাদ মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বিজয়া রায় চৌধুরি, আবৃত্তি শিক্ষক ও উপজেলা সাহিত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য কমরেড পংকজ রায়, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ মণ্ডল প্রমুখ। এ সময় কৈশোর কর্মসূচির আওয়তায় পরিচালিত উপজেলার বিভিন্ন এলাকার কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। প্রদীপ মন্ডল চিতলমারী, বাগেরহাট

Share this post

PinIt
scroll to top