২৬ মার্চ বাঙালি জাতির জীবনে অনন্য একটি দিন। সামনে এগিয়ে যাওয়ার, সেই সাথে প্রেরণা জোগানোর একটি দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। এরপর আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তারের আগমুহূর্তে ২৬ ই মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন ।
এই স্বাধীনতা তখনি আমার কাছে প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে, যেদিন বাংলার কৃষক-মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে
– বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
খুলনা রেলওয়ে জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নেতেৃত্বে খুলনা রেলওয়ে পুলিশ গল্লামারী বুদ্ধিজীবী স্মৃতি সৌধ-এ ফুলেল শ্রদ্ধাঞ্জলি দিয়ে ৩০ লক্ষ শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দেশের তথ্য ডেস্ক