আমার গ্রাম
ছোট ছোট ঘর-বাড়ি
অগণিত গাছ
এরি মাঝে নদী গেছে
অপরুপ তার সাজ!
কখনও কাশফুলে,কখনও বা সরিষা ফুলে
নদীর দু ‘পাশ যখন যায় ভরে
অপলকে চেয়ে থাকি
নাহি মোর আঁখি পড়ে!
এইতো আমার গ্রাম!
চারদিকে ধানক্ষেত
সবুজ ঘেরা মাট,
সকাল-সন্ধ্যায় জমে ওঠে
মেলার মতো হাট।
আঁকা -বাঁকা রাস্তা
সবকিছু সস্তা,
এরই মাঝে গাঁয়ের মানুষের মাঝে
আছে একতা।
ভোরে পাখির ডাকে ঘুম ভাঙা
দুপুরে সাঁতার কাটতে পুকুরে যাওয়া,
বিকেলে বন্ধুদের নিয়ে খেলা
রাতে দাদা-দাদুর কাছে গল্প শুনে
ঘুমাতে যাওয়া।
এইতো আমার গ্রাম!
গ্রীষ্মে আম কুড়ানো,বর্ষায় বৃষ্টিতে ভেজা
শরতের কাশফুল, হেমন্তে নবান্ন উত্সব
এবং বসন্তে বাসন্তী পাখির ডাক
যদি শুনতে চাও!
তবে আমার এ ছোট্ট গায়ে এসে
বন্ধুরা সব একবার ঘুরে যাও!
রাস্তা যদিও সরু!
তবুও নেই গো কোন জ্যাম
অনায়াসে আসতে পারবে
সময় নিবে কম।
এসো বন্ধুরা এসো,
একবার আমার গাঁয়ে এসো!
গাঁয়ের নাম আটপাড়া
নদীর নাম মগরা,
যখন ইচ্ছে আসতে পারো
লাগবেনা গো তেমন ভাড়া
দেশের তথ্য ডেস্ক||