মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত কুচকাওয়াজ এর শুভ উদ্বোধন এবং অভিবাদন গ্রহণ অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার

433251190_721896666784638_5557338061805805109_n-1.jpg
আজ ২৬ মার্চ  মঙ্গলবার বাঙালি জাতীয় জীবনে এক ঐতিহাসিক দিন। আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ শে মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দীর্ঘ নয় মাস ব্যাপী লড়াই সংগ্রাম শুরু হয়। দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণের জন্য সকাল থেকে নানা কর্মসূচী পালিত হয়। আজ সকাল ০৮:০৫ ঘটিকায় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।May be an image of 8 people and text that says 'মহান স্বাধী নতা ওಿ জাতীয় দিব জেলা প্রশাসন, খুলনা জেল। মহান স্বাধীনতা శి জাতীয় দিবস ২০২৪ প্রশাসন, খুলনা AE'
বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপন অনুষ্ঠানের শুরুতে বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়নের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোঃ হেলাল মাহমুদ শরীফ। খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ ডিসপ্লে এবং শরীর চর্চা প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।May be an image of one or more people and text
May be an image of 4 people, dais and textউক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয়; খুলনা রেঞ্জ ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম; কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম; এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) জনাব মোছাঃ তাসলিমা খাতুন; খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব খন্দকার ইয়াসির আরেফীন এবং খুলনা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইদুর রহমান, পিপিএম (বার)-সহ রাজনৈতিক, সরকারী ও বেসরকারী প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
দেশের তথ্য ডেস্ক

Share this post

PinIt
scroll to top