শাহরিয়ার কবির(খুলনা প্রতিনিধি) খুলনার প্রত্যন্ত অঞ্চল পাইকগাছা-কয়রা দুটি উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ৩’শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে নাকশা গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে পাইকগাছায়-কয়রার কৃতি সন্তান মো. আব্দুল হাকিম এর সার্বিক সহযোগিতায় দু’টি উপজেলার ৩’শতাধিক অসহায় দুস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন।
মো. আব্দুল হাকিম” পরিক্ষা নিয়ন্ত্রক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্মরত আছেন। তিনি নজির স্থাপন করছেন এ দুটি উপজেলায়। একের পর এক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অসহায় গরিব ছিন্নমূল মানুষের মাঝে। রমজানের আগে পাইকগাছা টাউন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ১৫’শতাধিক মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে চিকিৎসা সেবা প্রদান করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডাক্তার দ্বারা। এমনি ভাবে তিনি অসহায়,গরিব,ছিন্নমূল মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেন। রমজান মাসে এ খাদ্য সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত হয়ে অনেকে কেঁদে দিয়েছেন।এসব সামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরতে দেখা যায় অসহায় ও দরিদ্র মানুষদের।সুবিধাভোগীদের খাদ্য সামগ্রী হিসেবে এক বস্তা চাল,ছোলা, ডাল,আটা,২লিটার তেল, চিনি, দুধ,ট্যাং,মসলা ও খেজুরসহ সাড়ে তিন হাজার টাকা মূল্যের খাদ্যসামগ্রী দেওয়া হয়।
দেশের তথ্য ডেস্ক