ধর্ম ও জ্ঞানের সন্ধানে প্রতিযোগিতায় দেশ সেরা চিতলমরীর সিথী

InShot_20240324_173732387.jpg

চিতলমারী প্রতিনিধি:(প্রদীপ মন্ডল)দেশ ব্যাপী ধর্ম ও জ্ঞানের সন্ধানে সিজন-৪ শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতায় দেশ সেরা প্রতিযোগির কৃতিত্ব অর্জন করেছে বাগেরহাটের চিতলমারীর সিথী মণ্ডল । উপজেলার বোয়ালিয়া শান্তিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরেশ মন্ডলের কন্যা সিথী মণ্ডল একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।  পরানপুর শ্রী শ্রী রাধা মাবধ গীতা চর্চা কেন্দ্রের নিয়মিত শিক্ষার্থী শিথী মণ্ডল অনলাইন প্লাটফর্মের মাধ্যমে গীতা পাঠ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে দেশের বিভিন্ন জেলার প্রতিযোগিকে পিছনে ফেলে এই শ্রেষ্ঠেত্বের কৃতিত্ব অর্জন করে।  সম্প্রতি সিলেটে ধর্ম ও জ্ঞানের সন্ধানে সংগঠনের এডমিন প্যানেল কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সদনপত্র তুলে দেওয়া হয়। এ সময় বাংলাদেশ কৃষ্ণ অনুসারী জাগ্রত যুব সংঘের সভাপতি মহানামব্রত চক্রবর্তীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও দেশ বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দেশের তথ্য ডেস্ক

Share this post

PinIt
scroll to top