এই ফুলদোল শারদীয়া’র এটাই প্রথম বর্ষ নয়, এক এক করে নটি বৎসর কাটিয়ে দশম তম বর্ষে পড়লেন, তাই এবারের ফুল দল ছিল একটু অন্য ধরনের, যেখানে কয়েকজনকে সম্মানিত করা হয়।

WhatsApp-Image-2024-03-24-at-12.05.22-AM.jpeg

কলকাতা প্রতিনিধিঃ( শম্পা দাস ও সমরেশ রায়) শারদীয়ার প্রতিষ্ঠাতা ও ট্রাস্টির কর্ণধার সৌমন কুমার সাহা বলেন, আজকাল হোলি মানে শুধু রাসায়নিক রং ও আবীরে, কিন্তু বসন্ত উৎসব শুধু ঐতিবাহ্যিক রঙের বিষয় নয় , এটি রং দিয়ে নিজেকে নবায়ন করা, বিগত বছরগুলোর মতই ফুলদোল উদযাপন করলাম, কিছু দৃষ্টি হীন প্রতিবন্ধী শিক্ষার্থীর মন্ত্রমুগ্ধ নাচ ও সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে, সকলকে মুগ্ধ করার চেষ্টা করেছি, তার সাথে সাথে শারদীয়া পরিবারের সদস্যদের সুরেলা কণ্ঠ বসন্তের রং ছড়িয়ে দিয়েছে সবার হৃদয়।

এই অনুষ্ঠানে যাহারা সহযোগীতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তাহারা না পাশে থাকলে কখনো এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয়, সবার সহযোগীতা থাকে বলেই আমি প্রতিবারের ন্যায় আবারো এই অনুষ্ঠান করতে পারলাম, আগামী দিনেও সবাই এই ভাবে পাশে থাকলে আমি আরো কিছু করার চেষ্টা করব। ফুলদোলের মধ্য দিয়ে বসন্ত উৎসব হয়ে উঠুক আরো প্রসারিত, দৃষ্টিহীন ছেলে মেয়েদের মনে আরো আনন্দ ভরে উঠুক

দেশের তথ্য ডেস্ক

,

Share this post

PinIt
scroll to top