পটুয়াখালীর গলাচিপায় ‘গলাচিপা নাগরিক কমিটি’ নামে একটি অরাজনৈতিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে

432433230_1571393593710248_7422223637248280379_n.jpg

পটুয়াখালী প্রতিনিধিঃ(মোঃমাজহারুল ইসলাম মলি) গলাচিপায় নাগরিক কমিটি’র সভাপতি সোহরাব আলী ও সম্পাদক শংকর লাল দাস ।  ২২ মার্চ শুক্রবার  গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা দেয়া হয়।  এ নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক (অব.) মো. সোহরাব আলী হাওলাদার ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক শংকর লাল দাশ। প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানাযায়, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন ও সমুন্নত রাখার লক্ষ্যে গলাচিপার গণমানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে ‘গলাচিপা নাগরিক কমিটি’ গঠন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২১ সদস্যে বিশিষ্ট এ কমিটি করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি-গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, এডভোকেট মো. সিদ্দিকুর রহমান, গলাচিপা মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইমুন রহমান এলিট, দপ্তর সম্পাদক, প্রভাষক মো. সাজ্জাদুর রহমান, প্রচার সম্পাদক-মো. শাহিন গাজী (প্রধান শিক্ষক), অর্থ সম্পাদক দিলীপ বণিক (সভাপতি, গলাচিপা কালিবাড়ি কমিটি), মহিলা বিষয়ক সম্পাদিকা-ইসরাত জাহান আসমা (প্রধান শিক্ষক) প্রমুখ। কমিটি গঠনের সময় উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি (দায়িত্বপ্রাপ্ত সভাপতি) হাজী মো. মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সর্দার মু. শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সমির কৃষ্ণ পাল, কৃষি বিষয়ক সম্পাদক মো. ফিরোজ আলমসহ স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।

দেশের তথ্য ডেস্ক

Share this post

PinIt
scroll to top