খুলনা প্রতিনিধিঃ (শাহরিয়ার কবির) পাইকগাছায় উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশ গ্রহণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা কমিটির সভাপতি জি এমএম আজহারুল ইসলাম এর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। বিভাগীয় সহকারী সমন্বয়কারী আহসান উল্লাহ এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, কমিটির সহ-সভাপতি অ্যাড. মোজাফফর হাসান, সাধারণ সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম কচি, বীরমুক্তিযোদ্ধা সরদার আব্দুল মাজেদ, ইউপি সদস্য স্মিতা মন্ডল ও অঞ্জলী ঢালী, নিজাম উদ্দীন, প্রশান্ত ঘোষ, গৌরাঙ্গ দাশ, রূপা দাশ, তমালিকা দাশ, দিপু দাশ, ওবায়দুল্লাহ, বাবুল আক্তার, কাকলী দাশ, জগদীশ দাশ, পূর্ণিমা দাশ সহ অনেকে। সভায় পিছিয়ে পড়া দলিত, হিজড়া, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী জনগোষ্ঠীর ক্ষমতায়নে জীবনযাত্রার মান উন্নয়নে নানাবিধ সমস্যা ও প্রতিকার বিষয়ে বিশরাদ আলোচনা হয়।
দেশের তথ্য ডেস্ক