মা হারালেন বিসিবি নির্বাচক হান্নান

-নির্বাচক-হান্নান.jpg

প্রতিটি সন্তানের কাছে মা কিংবা বাবার অবস্থানের কোনো তুলনা নেই। মা যদি না থাকেন, পৃথিবীজুড়ে নেমে আসে অন্ধকার। জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার তেমনই পরিস্থিতিতে পড়েছেন। বিসিবির বর্তমান এই নির্বাচকের মা ফরিদা আক্তার বৃহস্পতিবার(২১ মার্চ) দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন হান্নানের মা। গেল মঙ্গলবার গণমাধ্যমকে হান্নান জানিয়েছিলেন, তার মা আইসিউতে রয়েছেন। বলছিলেন অবস্থা আরও খারাপ হলে, নিতে হতে পারে লাইফ সাপোর্টে। এর দু’দিন পর আজ না ফেরার দেশে পাড়ি জমালেন সাবেক এই ক্রিকেটারের মা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। জানা গেছে, খিলগাঁওয়ে দাফন করা হবে ফরিদা আক্তারকে। হান্নান সরকাররা ৪ ভাই ও ১ বোন।

এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করা হান্নান জাতীয় দলের নির্বাচক কমিটিতে আসেন গত ফেব্রুয়ারিতে। গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক করে সাবেক সহকারী নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নানকে নিয়ে নতুন এই প্যানেল গঠন করা হয়।

দেশের তথ্য / আই এইচ

Share this post

PinIt
scroll to top