চিতলমারী প্রতিনিধি:( প্রদীপ মণ্ডল) বাগেরহাটের চিতলমারীতে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেরে বাংলা ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির অসচ্ছল ও মেধাবী রোজাদার শিক্ষার্থীদের মাঝে তেল, চিনি, ছোলা, খেজুর, দুধ ও সেমাইসহ বিভিন্ন ধরণের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে বুধবার বিকাল সাড়ে ৫ টায় অধ্যক্ষের কার্যালয়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান কাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়। সম্মানিত অতিথি ছিলেন সরকারী বঙ্গবন্ধু মহিলা কলেজ অধ্যক্ষ বাবুল মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, ওসি তদন্ত তরিকুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আনোয়ার বাবু, অবনী সোহন বসু, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, অভিভাবক সদস্য মিজানুর রহমান খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ, সাধারণ সম্পাদক রবীন হীরা প্রমুখ। এ সময় কলেজের পরিচালনা পরিষদের সকল সদস্য, শিক্ষক কর্মচারীবৃন্দ, কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দসহ সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশের তথ্য / আই এইচ