রামপালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

.jpg

রামপাল প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে গৌরম্ভা মালোপাড়া মন্দিরের সামনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ঝিনাইখালি এলাকার কবির শেখের পুত্র পিলিয়ন রাব্বি (২০) ও অপরজন কুলটিয়া এলাকার মৃত ফারুক হোসেনের পুত্র সাকিব (১৭) । মঙ্গলবার (১৯ মার্চ) আনুমানিক বেলা ১১ টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শিতা জানান, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দিয়াপাড়া গ্রামের মৃত রতিন বালার পূত্র অটোভ্যান চালক জয়দেব বালা (৫২) ভ্যান চালিয়ে দুর্ঘটনা স্থলে (গৌরম্ভা সরকারি খাদ্য গুদামের কাছে) পৌঁছালে অপর দিক থেকে আসা দ্রুতগামী কালো রংয়ের সুজুকি জিক্সার ১৫০ সিসি যার রেজিষ্ট্রেশন নং খুলনা – ল ১২-৩২০২ মটরসাইকেলের মধ্যে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জন পিলিয়ন রাব্বি ও সাকিব গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে যাওয়ার পথে পিলিয়ন রাব্বির মৃত্যু হয় এবং অপর জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে ভ্যান চালক জয়দেব বালার গুরুতর কোন ক্ষতি না হওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসা নেন ।এবিষয়ে গৌরম্ভা ফাঁড়ির ইনচার্জ এএসআই সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল অবস্থায় খারাপ হওয়ায় খুলনা পাঠানো হয়। পথিমধ্যে রাব্বি নামক ব্যাক্তি মারা গেছে বলে জানতে পেরেছি।

দেশের তথ্য / জে আর

Share this post

PinIt
scroll to top