মুশফিকের ইনজুরিতে দলে সুযোগ পাবেন কে

mushfiq.jpg

টি-টোয়েন্টি সিরিজ খোয়ানোর পর ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। এখন বাকি দুই ম্যাচের টেস্ট সিরিজ। আগামী ২২ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচটি। ইতোমধ্যে চমক রেখে টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট সিরিজ শুরু হতে এখনো দুই দিন বাকি থাকলেও দুঃসংবাদ শুনতে হয়েছে টাইগার শিবিরকে। দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম পড়েছেন আঙুলের ইনজুরিতে। এতে করে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। মঙ্গলবার (১৯ মার্চ) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুশফিকের পরিবর্তে টেস্ট দলে কাকে নেয়া হবে সেটি এখনও জানায়নি বিসিবি। জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, আজ (২০ মার্চ) জানিয়ে দেয়া হবে কে দলে সুযোগ পাবেন মুশফিকের পরিবর্তে।

অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটারের পরিবর্তে দলে সুযোগ পাওয়ার দৌড়ে এগিয়ে দুই ক্রিকেটার। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ছিলেন নুরুল হাসান সোহান। তিনি এবার প্রথম টেস্টের দলে ছিলেন না। তার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার চমক হিসেবে মুশফিকের পরিবর্তে দলে সুযোগ পেতে পারেন তাওহীদ হৃদয়।

টিম ম্যানেজমেন্ট রাজি থাকলে আন্তর্জাতিক অভিজ্ঞতা বিবেচনা করে টেস্ট দলে সুযোগ মিলতে পারে হৃদয়ের। সাদা বলে ধারাবাহিকভাবে ভালো করলেও লাল বলে তরুণ এই ক্রিকেটারের প্রথম শ্রেণীর ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ নয়। মাত্র ১৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে হৃদয়ের, যেখানে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন তিনি।

হৃদয় নাকি সোহান নাকি অন্য কেউ, মুশফিকের পরিবর্তে দলে কে সুযোগ পাবে সেটি জানা যাবে আজই।

দেশের তথ্য / জে আর 

Share this post

PinIt
scroll to top