দিঘলিয়ার দেয়াড়া-কামারগাতী সড়কটি প্রশস্ত করা সময়ের দাবি

-গাতি.jpg

শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া (খুলনা)।। খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট-কামারগাতী খেয়াঘাট পর্যন্ত জনগুরুত্বপূর্ণ ও প্রাচীনতম রাস্তাটি প্রশস্ত করা প্রয়োজন। বিভিন্ন সূত্র থেকে জানা যায়, দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট থেকে গাজীরহাট বাজার পর্যন্ত সড়কটির দূরত্ব সাড়ে ১৬ কিলোমিটার। আতাই নদীর ওপার থেকে গাজীরহাট বাজার পর্যন্ত রাস্তাটির দৈর্ঘ্য সাড়ে ৬ কিলোমিটার। এ সড়কটুকুর প্রস্থতা ঠিক থাকলেও দেয়াড়া খেয়াঘাট থেকে কামারগাতী খেয়াঘাট পর্যন্ত ১০ কিলোমিটার রাস্তাটির প্রশস্ততা মাত্র ১০ ফুট। যদিও এ রাস্তার প্রশস্ততা দেয়াড়া খেয়াঘাট থেকে পথের বাজার বাঁশ হাট মোড় পর্যন্ত রাস্তাটির সরকারিভাবে ২০ ফুট-২৫ ফুট প্রশস্ত ছিল। বর্তমানে রাস্তাটির দুই ধারে দখলে নিয়েছে নানা প্রতিষ্ঠান, নানা ব্যক্তি। ভূমি জরিপে বিআরএস- এ রাস্তার প্রশস্ততা কমিয়ে ফেলেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজ্ঞমহল অভিমত ব্যক্ত করেছেন সরকারি রাস্তার জায়গা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। বর্তমানে এ রাস্তা দিয়ে ছোট-বড় নানা যানবাহনসহ লোক চলাচল দুর্বিষহ। ভৈরব নদী তীরে অবস্থিত জুট মিলগুলোর পাট ও পাটজাত পণ্য লোড নিয়ে কভার ভ্যান ও ট্রাকগুলোর সরু এ রাস্তা দিয়ে চলাচলের সময় অন্যান্য পরিবহন ও যানবাহন চলাচল রিতীমত বন্ধ হয়ে যায়। এ দিকে এ সড়কে কয়েক হাজার যন্ত্র চালিত ভ্যানসহ কয়েকশত ইজিবাইক চলাচল করে থাকে। সাধারণ পথচারীতো আছেই। তার উপর বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান, ঔষুধ কোম্পানি, ফায়ার সার্ভিসের যান, এ্যাম্বুলেন্স গাড়িসহ কয়েক হাজার মোটর যান। পাশাপাশি ইট ভাটা থেকে ইট পরিবহন, বালুর আড়ৎ থেকে বালুর গাড়ি ও মাটি পরিবহনের গাড়ি। সব মিলে এক হযবরল অবস্থা। এ অবস্থার থেকে এ জনপদের মানুষের দুর্ভোগ লাঘবের একটাই পথ সেটা হলো দেয়াড়া খেয়াঘাট থেকে কামারগাতী খেয়াঘাট পর্যন্ত রাস্তাটির প্রশস্তকরণ। এ জনপদের লোকজন এ ব্যাপারে আশু কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় প্রশাসনসহ সকল জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন।

দেশের তথ্য / জে আর 

Share this post

PinIt
scroll to top