কয়রা ত্যাগ করলেন সুইডেনের রাজকন্যা

-২.jpg

সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া খুলনার উপকূলীয় উপজেলা কয়রা ত‌্যাগ ক‌রে‌ছেন। তি‌নি মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টা ৪৫ মি‌নি‌টে তি‌নি ক‌পোতাক্ষ মহা‌বিদ‌্যালয় মাঠ থে‌কে হে‌লিকপ্টর যো‌গে কয়রা ত‌্যাগ ক‌রেন।

জানা যায়, সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া মঙ্গলবার সকাল আটটায় ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়‌নের গিলাবাড়ি এলাকার নয়নী মাঠে নির্মিত হেলিপ্যাডে অবতরণ ক‌রেন। প‌রে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর কার্যক্রম প‌রিদর্শন ও মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন ক‌রেন। পাশাপা‌শি ঝুকিপূর্ণ মানুষের অনুভূতি শুনে‌ছেন ও জীবন জীবিকা কার্যক্রম অবলোকন করে‌ছেন।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন উপল‌ক্ষ্যে বি‌ভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার ৬০০ পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌ বাহিনী, বিমান বাহিনী, কোস্টগার্ড, গোয়েন্দা নজরদারিসহ সকল নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

দেশের তথ্য / জে আর 

Share this post

PinIt
scroll to top