১৭ মার্চ রবিবার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বাঙালির জাতীয় জীবনে দিনটি এক ঐতিহাসিক দিন। বাংলাদেশ নামক ব-দ্বীপের এই জনপদের মানুষের কয়েক শতাব্দী ব্যাপী শোষণ, নির্যাতন, বঞ্চনা ও পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি দিতে ১৯২০ সালের ১৭ ই মার্চ (০৩ চৈত্র ১৩২৭ বঙ্গাব্দ) তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমার পাটগাতী ইউনিয়নের বাইগার নদীর তীরবর্তী টুংগীপাড়া নামক নিভৃত পল্লীর কোল আলো করে জন্মগ্রহণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি ছিলেন বঙালি জাতিসত্তার স্বপ্নপুরুষ। দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে তিনি বাঙালি জাতির আজন্ম লালিত স্বপ্ন স্বাধীনতা এনে দিয়েছেন।
১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষ্যে দিনটিকে শ্রদ্ধাভরে স্মরণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ ও খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হয়। ঐতিহাসিক ১৭ই মার্চের রৌদ্র উজ্জ্বল সকালে ০৮:১৫ ঘটিকার সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকীর প্রতি শ্রদ্ধা জানিয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম সেবা মহোদয়।
এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম; এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্ব ক্রাইম) জনাব মোছাঃ তাসলিমা খাতুন-সহ কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার হতে তদূর্ধ্ব সকল পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের তথ্য / জে আর