চিতলমারী প্রতিনিধি।। বাগেরহাটের চিতলমারীতে হাজার হাজার মতুয়া ভক্ত দর্শনার্থীদের অংশগ্রহনে পঞ্চপল্লী সার্বজনিন শ্রী শ্রী হরি গুরু তারক চাঁদ কেন্দ্রীয় মন্দিরে বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চপল্লী মতুয়া ভক্তবৃন্দের আয়োজনে শুক্রবার (১৫ মার্চ) দিন ব্যাপী পাঁচপাড়া শ্রী শ্রী হরি গুরু তারক চাঁদ মন্দির প্রাঙ্গণে এ মহোৎসব ও মতুয়া মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলঘট স্থাপন ও হরি লীলামৃত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জয়পুর তারক ধামের যোগ্য উত্তরসুরি শ্রী পরীক্ষিত গোঁসাই ও শ্রীমতি মিনাক্ষী দেবী। এ সময় পঞ্চপল্লী সার্বজনিন শ্রী শ্রী হরি গুরু তারক চাঁদ কেন্দ্রীয় মন্দিরের সভাপতি সুভাষ বাড়ই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বঙ্কিম রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোদালিয়া ধামের শ্রীমৎ ভরত গোঁসাই, কাথলী ধামের অতুল গোঁসাই, ভজো গোঁসাই প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন পঞ্চপল্লী তারক সেবা সংঘের সভাপতি রবীন্দ্রনাথ রায়, সাধারণ সম্পাদক মহিমোহন মজুমদার, সহ-সভাপতি গৌতম কুমার মণ্ডল, রনজিত কুমার রায়, চিতলমারী তারক সেবা সংঘের সহ-সভাপতি শিশির রঞ্জন বোস, সাধারণ সম্পাদক বাবুল কুমার ব্রহ্ম, কোষাধ্যক্ষ সুশান্ত রায়সহ এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ। দিন ব্যাপী এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার মতুয়া ভক্ত-দর্শনার্থী অংশগ্রহণ করেন।