চিতলমারী প্রতিনিধি।। বাগেরহাটের চিতলমারীর ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ শৈলদাহ বাকপুর কারামতিয়া কালিম মাদ্রাসা পরিদর্শন করেছেন আরবি ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ। একই সাথে তিনি মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী ৮৮ তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ বাদশা মিয়া, ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন সুফতি আরিফ বিন হাবিব, মাওলানা মুফতি আব্দুস কুদ্দুস, মাওলানা জিয়াউল হক, মুফতি মাহমুদ বিন হাবিব প্রমুখ। এ ছাড়াও মাহফিলে দেশ বরেণ্য ইসলামি বক্তাগণ বক্তব্য প্রদান করেণ। এ সময় বিভিন্ন উপজেলার মাদ্রাসা অধ্যক্ষগণসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমানবৃন্দ উপস্থিত ছিলেন।