দেশের তথ্য ডেস্ক।। নড়াইল জেলার কালিয়া থানার মামলা নং- ১১, তারিখঃ ২৮/১২/২০১২, ধারা- মাদকদ্রব্য নিয়নন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯(১) টেবিলের ৩(খ) মামলার আসামী তরিকুল ইসলাম (৪০) এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী তরিকুল ইসলাম (৪০) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত ইং ২৭/০২/২০২৪ তারিখ আসামীকে যাবজ্জীবন কারাদন্ড সহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ মাসের কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর র্যাব-৬, যশোর ক্যাম্পের গোয়েন্দা দল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ১০/০৩/২০২৪ তারিখ সকাল আনুমানিক ০৭.৩০ ঘটিকায় র্যাব-৬, যশোর ক্যাম্পের আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ তরিকুল ইসলাম (৪০), পিতা- মৃতঃ নিছার আলী সর্দার, সাং- শ্যামপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোর, এ/পি, C/O ফরিদা খাতুন, সাং- ভোগতী, থানা- কেশবপুর, জেলা- যশোরকে গ্রেফতার করে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে নড়াইল জেলার সদর কোর্টে হস্তান্তর করা হয়েছে।