শেখ শামীমুল ইসলাম, দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি।। খুলনা জেলার দিঘলিয়া উপজেলার মহেশ্বরপুর যুব সংঘের উদ্যোগে মাদক বিরোধী এক প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টায় মহেশ্বরপুর মোড়ল মার্কেট চত্বরে মাদক বিরোধী এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শিক্ষক বিল্লাল মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার, দিঘলিয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী মোড়ল, বাংলাদেশ প্রেসক্লাব দিঘলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া সদর ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, বারাকপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি গাজী আলী বাকের প্রিন্স, অত্র এলাকার যুবসমাজ মাদকাসক্ত হয়ে ধ্বংশের পথে পা বাড়াচ্ছে, এখনিই মাদক বিক্রেতা,মাদক সেবন কারিদের সম্মিলিত ভাবে প্রতিহত করা না হলে ধ্বংসের মুখে পড়বে আগামী প্রজন্ম, সুশীল সমাজ গড়ার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে অতিথিরা বক্তব্য রাখেন। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স। অতএব কোন মাদক কারবারি এবং সেবনকারীদের কোন ছাড় দেওয়া হবে না। পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে আলোচনা সভা শেষ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহেশ্বরপুর যুব সংঘের সাধারণ সম্পাদক শেখ আল মামুন নিপু।