দেশের তথ্য ডেস্ক।। গত ০৭ মার্চ ২০২৪ তারিখ র্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ রাত ২০.৫০ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে। আসামী ১। মোঃ আকবার আলী(৫৩), পিতা-মৃত জরিপ মন্ডল, মাতা-শিরিনা খাতুন, সাং-নওয়াপাড়া(০৯ নং ওয়ার্ড), থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাকে ২৩৭ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ২৩৭ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা জেলার দেবহাট থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।